রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
র্যামবো ত্রিপুরা;থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তর বান্দরবান ও থানচি উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বান্দরবানের থানচিতে আজ বুধবার ৬ইনভেম্বর দুপুরে থানচি হেডম্যান (মংগক) পাড়ার অবস্থিত সাংগু ইট ভাটা কে ভ্রাম্যমান আদালত চালিয়ে অনুমতি বিহীন কাঠ পুড়ানো দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা সিনিয়র কেমিষ্ট একেএম সমিউল আলম খুর্শি সাংবাদিকদের বলেন, থানচি উপজেলা সরকারি ভাবে অভ্যন্তরীণ যোগাযোগের সড়ক নির্মাণ ও বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বর্তমানে চলমান এবং বাস্তবায়ন ক্ষেত্রে ইট ভাটা প্রয়োজনীয়তা রয়েছে। কিস্তু কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট করে ইট ভাটা করা যাবে না। ইট ভাটা পরিচালনার ক্ষেত্রে সরকারি নিতিমালা অনুসরন করা বাধ্যতামূলক। কাজেই এই ইট ভাটায় সরকারী নিতিমালা অনুসরন করা হচ্ছে না, তাই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এ মোবাইল কোর্ট পরিবেশ রক্ষার্থে চলমান থাকবে।
এই বিষয়ে সাংগু ইট ভাটার মালিক আনিসুর রহমান সুজন এই প্রতিবেদককে বলেন, এলাকা কিছু লোকের অনুরোধের ফলে অল্প কাঠ লাকড়ি হিসাবে ব্যবহার করতে গিয়ে এই জরিমানা দিতে হল।
আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন, থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরে সিনিয়র কেমিষ্ট একেএম সমিউল আলম খুর্শি, ইনষ্পেক্টর আবদুল সালাম ও থানচি থানা এ এস আই মো: মোশারফ হোসেন সহ এ সময় উপস্থিত ছিলেন ।
Leave a Reply