মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:১৪ পূর্বাহ্ন
র্যামবো ত্রিপুরা, থানচি প্রতিনিধিঃ
গ্রামবাসীদের অল্প অল্প করে প্রতি ঘর থেকে স্বদিচ্ছাই চাল, ডাল, মরিচ, তেল, নগদ অর্থ সংগ্রহ করে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও নগদ অর্থ দিলেন বান্দরবানে থানচি উপজেলায় বলিপাড়া ও বলি বাজারবাসীগণ ।
আজ বুধবার দুপুরে থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সহায়তা প্রদান করেন বলিপাড়া বাসীদের পক্ষে সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা ও বলিবাজার বাসীদের পক্ষে বাজার পরিচালনা কমিটি সভাপতি নিহার বিন্দু চাকমা আর সহায়তা গ্রহন করেন থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি স্বপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক জয়নূল আবেদিন সিকদার।
সহায়তা মধ্যে চাল, ডাল, মরিচ, লবন ও নগদ ৭১ হাজার ১শত টাকা। ৪নং বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা নেতৃত্বে একদল গ্রামবাসী একটি জীব গাড়ি করে নিয়ে এসে এসব সামগ্রী সহায়তা প্রদান করেন ।
অপর দিকে বলিবাজার বাজার চৌধুরী সাবেক চেয়ারম্যান বাশৈচিং ও বাজার পরিচালনা কমিটি সভাপতি নিহার বিন্দু চাকমা নেতৃত্বে ৮-৯জন ব্যবসায়ীসহ মোট ৭১ হাজার ১শত টাকা সহায়তা প্রদান করেন ।
এ সময় সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা বলেন, বলিপাড়া যুব সমাজের নেতৃত্বে প্রতি বাড়ী থেকে যতটুকু সাধ্যনুযায়ী সংগ্রহ করে মানবতার জন্য আমরা এই সব সহায়তা দিয়েছি এবং আমরা অল্প কিছু দিনে মধ্যে দোকান ঘর তৈরী নির্ম্মানের জন্য বাঁশ ও কাঠ দেয়ার ব্যবস্থা গ্রহন করব ।
এদিকে বলিবাজার বাজার চৌধুরী বাশৈচিং হেডম্যান বলেন, বাজারে দেড় শতাধিক ব্যবসায়ীদের নিকট যত টুকু সমর্থণ অনুসারে নগদ অর্থ সংগ্রহ করে মোট ৭১ হাজার ১শত টাকা সহায়তা হিসেবে এই দুর্যোগ মূর্হুতে সহায়ক হিসেবে কাজ করবে।
থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি স্বপন কুমার বিশ্বাস বলেন, এক দিকে নোভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে থানচি বাজারে প্রায় দেড় শতাধিক সকল ধরনের দোকান লকডাউনে বন্ধ ছিল। এই দুর্দিনে বিভিন্ন ভাবে যারা আমাদের মানবিক সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Leave a Reply