মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
থানচি প্রতিনিধিঃ
বান্দরবান থানচিতে- আলীকদম সড়ক ১৮ কিলোমিটার নামক স্থানে স্বাস্থ্য বিভাগে পরিচালকের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে। রবিবার ৮ জানুয়ারী সকাল ৯টার সময় আলিকদম হতে থানচি আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, থানচির আলীকদম সড়কের ডিম পাহাড় ১৮ কিলোমিটার নামক স্থানে পৌঁছলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ-পরিচালক মোঃ নিয়াজুর রহমান (৫২) বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে প্রায় ২শ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় স্বাস্থ্য পরিচালকের পরিবার সহ ড্রাইভার আহত হন।
আহত ব্যাক্তিরা হলেন, ঢাকা কাওরান বাজার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ-পরিচালক মোঃ নিয়াজুর রহমান (৫২), স্ত্রীর জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও ড্রাইভার মোঃ নূুর নবী (৪২)। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আহতদের আলিকদম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া পর ড্রাইভার ও পরিচালকের মেয়ে ফাইরুজ নাফিয়া কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক জানান, থানচির আলীকদম সড়ক ১৮ কিলোমিটার এলাকায় স্বাস্থ্য বিভাগে পরিচালক পরিবার সহ গাড়ি ড্রাইভার ৫জন খাদে পড়ে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply