রবিবার, ২৬ Jun ২০২২, ০২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান থানছি উপজেলা দূর্গম এলাকা ঙাফাহ খুং (কুম) দেখতে গিয়ে এক পর্যটক নিহট হয়েছে। নিহট আরিফুল হাসান ফাহিম (২৭) বুয়েটের শিক্ষার্থী বলে যানা গেছে। নিহত বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেত এলাকায় বলে জানিয়ে স্থানীয় পুলিশ।
স্থানীয় সূত্রে, ঘটনাতি ঘটেছে আজ ১৭ অক্টোবর বুধবার সকালে ৬ জনের পর্যটক ঙাহফাহ খুং উদ্দেশ্যে যাত্রা করে। ঙাফাহ খুং এ পৌছার আগে সেংগুম পাহাড়ি ঝরনা পার হওয়ার সময় আরিফুল হাসান ফাহিম খালের প্রচন্ড স্রোতে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। দুপুর দিকে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়।
থানছি থানার পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন।
থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল হক মৃদুল পর্যটকের মৃত্যু ঘটনা নিশ্চিত করেছে এবং উদ্ধারের জন্য স্থানীয় পুলিশ ঘটনাস্থলে রাওনা হয়েছে বলে জানান।
Leave a Reply