শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থীমছড়ি সামাজিক উন্নয়ন ফোরাম কতৃক আয়োজিত মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা -২০১৮” এর ফলাফল প্রকাশ করা হয়েছে। উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থিমছড়িতে অবস্থিত বৃহত্তর থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরাম কতৃক ৩য় বারের মত আয়োজিত বিগত ২৮.১২.২০১৮ তারিখে থিমছড়ি হামেদিয়া দাখিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত “মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা ২০১৮” ইং এর ফলাফল ১৫ই জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টার সময় থিমছড়ি হামেদিয়া দাখিল মাদরাসার মাঠে ফোরাম কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বয়ে আনুষ্টানিকভাবে ঘোষণা করা হয়।ফলাফল ঘোষণা করেন অত্র ফোরামের প্রতিষ্ঠাতা ও ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এ্যাডভোকেট মুহাম্মদ আনোয়ারুল হাকিম আরাফাত।
ফলাফল পর্যালোচনায় দেখা যায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হন ০৩ জন, যথাক্রমেঃ ২০১৮০১, ২০১৮১২, ২০১৮১০। এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হন ২০ জন,যথাক্রমেঃ২০১৮ ৬০, ২০১৮ ১৬, ২০১৮ ০৬, ২০১৮১১, ২০১৮১০৬, ২০১৮২১, ২০১৮৬১, ২০১৮২০, ২০১৮৯১, ২০১৮২২, ২০১৮১০৫, ২০১৮৩৫, ২০১৮৮৭, ২০১৮১৩৬, ২০১৮২৩, ২০১৮১৫৪, ২০১৮১২৮, ২০১৮৫২, ২০১৮৪১, ২০১৮৫৪।
পরীক্ষা পরিচালনা কমিটির পক্ষে ফোরামের বর্তমান সভাপতি মুফিজুর রহমান বলেন,পরীক্ষায় গর্জনিয়া,কচ্ছপিয়া ও পার্শ্ববর্তী বাইশারী ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান হতে সদ্য ৫ম শ্রেণী সমাপ্ত করা প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উক্ত পরীক্ষায় প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন জনাব, মাওলানা হাবীব উল্লাহ। ফলাফল ঘোষণা পরেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়, এতে বক্তব্য রাখেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট আনোয়ারুল হাকিম আরাফাত, বর্তমান সভাপতি মুফিজুর রহমান মুফিজ, মুহিব উল্লাহ, মুহিব, মাওলানা .আবু তাহের, মাও. মুহাম্মদ হোছাইন, কবির আহম্মদ মেম্বার, জুবাইর আহম্মদ সাবেক মেম্বার।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ কাসেম সর্দার, ইসমাইল সর্দার, জাফর আহম্মদ সাবেক মেম্বার, মোঃ আলী সর্দার, নুরুল আজিম, মাও আনছার উল্লাহ, মাও.আব্দুল আজিজ, আবু ছিদ্দিক, দিদারুল আলম আজিজ, মোঃ ইউসুফ, সেলিম বাহাদুর, আমিরুল ইসলাম, করিম, মোঃ নাজের, আবুল কাশেম প্রমুখ।
Leave a Reply