শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি সেনাবাহিনী এক হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
আজ বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর সকালে রাঙ্গামাটি সেনা রিজিয়ন সদর দপ্তরে গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ মেহমুদ শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর হাতে কম্বল তুলে দেন। এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল রেদুওয়ানুল ইসলাম, জিটু আই মেজর সৈয়দ তানভীর সালেহসহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র নিতে সেনা রিজিয়নে শত শত পাহাড়ী বাঙ্গালী নারী পুরুষ ভীড় করে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রত্যেককে একটি করে কম্বল বিতরণ করা হয়। অসহায় শীতার্থ মানুষেরা শীতবস্ত্র কম্বল পেয়ে তাদের মাঝে উচ্ছাস লক্ষ্য করা গেছে। রাঙ্গামাটি অন্যান্য উপজেলায়ও সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানানো হয়।
এসময় সেনা রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী যেমন কাজ করে যাচ্ছে তেমনি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতিটি ইউনিটের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। তারই আলোকে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ।
তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন, আমরা প্রতিটি মানুষ যদি একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ কষ্ট ভোগ করবে না। তাই সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজেদের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় তাহলে এই শীতে শীতার্থ মানুষ একটু হলেও উষ্ণতা পাবে।
Leave a Reply