সোমবার, ২০ মার্চ ২০২৩, ১১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজাকে সামনে রেখে দাম কম হলেও জম জমাট হচ্ছে বান্দরবানে ছাগল বাজার। অস্থায়ীভাবে বান্দরবান রাজার মাঠে বসানো হয়েছে বাজার। আগামী রবিবার ও বুধবার আরো দুইদিন ছাগল বাজার বসবে।
আজ বুধবার ৮ আগষ্ট সকালে বান্দরবান রাজার মাঠে ছাগলের বাজার হয়েছে। দুর দুরান্ত হতে বিভিন্ন এলাকা থেকে ছাগল আসতে শুরু করে বাজারে। ছোট,বড় ও মাঝারি বিভিন্ন আকার ভেদে ছাগল নিয়ে জরো হচ্ছে বিক্রেতারা ।
ছাগল বাজার সূত্রে, বিভিন্ন জায়গা থেকে আকার ভেদে ছাগল আনা হচ্ছে। তার সাথে ক্রেতাদেরও ভিড় বাড়ছে। এবারে ছাগলের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ৩ হাজার টাকা থেকে শুরু করে ১০-১৫ হাজার টাকায় মিলছে ছোট ও মাঝারি ধরনের ছাগল। অন্যদিকে বড় পাঠাগুলো দাম হাকা হচ্ছে ৫০ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ।
বড়শীলা পাড়া ছাগল বিক্রেতা সাচিং অং মারমা জানায়, ক্রেতা রয়েছে তবে দাম খুবই কম। দুইটি ছাগল ৩০ হাজার টাকা দিয়ে কিনে এনেছি। ক্রেতারা দাম হাকাচ্ছে ২০-২৫ হাজার টাকা। এবার তেমন কোন দামের আশা করা যাচ্ছে না।
ক্রেতা সুজন জানায়, কেনার সাধ্যের মধ্যে রয়েছে। এবারে ছাগলের দাম ঠিক আছে। এখনো বলা যাচ্ছে না। তবে আরো দুই বাজার রয়েছে শেষে দাম বাড়তে পারে হইতো।
ছাগল বাজার নিয়ন্ত্রণ কর্মী মাসুদ রানা জানান, গত বছরের তুলনায় এবারে ছাগলের দাম অনেক কম । ১০-১৫ হাজার টাকায় ভালো আকারে পাঠার ছাগল মিলছে। আরো দুইটি বাজার রয়েছে আসা করছি বাজার আরো জমবে।
Leave a Reply