মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে গতকাল আলোচনা সভা ও নানা কর্মসূচী মধ্য দিয়ে দিনব্যাপী গচ্ছাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
স্বাগত বক্তব্যে ও উদ্ধোধন করেন দি মারমা কো- অপা: ক্রেডিট ইউনিয়ন লি: ব্যবস্থাপনা পরিচালনা কমিটি চেয়ারম্যান থোয়াইহ্লাপ্রু মারমা।
দি মারমা কো- অপা:ক্রেডিট ইউনিয়ন লি: অফিস সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলায় মারমা সম্প্রদায় বসবাসকারীদের নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি সৃষ্টি করে নিজেদের ভাগ্য পরিবর্তন তথা অর্থনৈতিক মুক্তির মহান উদ্দেশ্য নিয়ে গচ্ছাবিল ক্রেডিট ইউনিয়ন নামে ১৪জন সদস্যদের ৩২০ টাকা মূলধন নিয়ে শুরু করলেও সমবায় মন্ত্রালয় নিবন্ধনে প্রস্তাবে দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: নামে বর্তমানে ১ হাজার চারশত ১৮জন সদস্য বৃদ্ধি হয়ে ৫৩ লক্ষ ৪৫ হাজার ৩৮০ টাকা মূলধন হয়েছে। এ দি মারমা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমা। পরবর্তীতে তাদের কার্যক্রম প্রসারে জন্য সমবায় মন্ত্রালয় অনুমোদন লাভ করলে মানিকছড়ি, লক্ষীছড়ি, গুইমারা, রামগড়সহ ৪টি উপজেলায় নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
আলোচনা সভাতে সাংবাদিক অংগ্য মারমা ও দি মারমা কো- অপা: ক্রেডিট ইউনিয়ন লি: প্রতিষ্টাতা সুইচিংপ্রু মারমা সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালনা কমিটি চেয়ারম্যান থোয়াইহ্লাপ্রু মারমা সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্্রাগ্য মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার রতœ কান্তি রোয়াজা, মানিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন তাজুল ইসলাম বাবুল, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার আইউবুর রহমান, গচ্ছাবিল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও মানিকছড়ি উপজেলা মারমা উন্নয়ন সংসদ সভাপতি মংশৈপ্রু মারমা,মানিকছড়ি ইউপি সদস্যা ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডলি চৌধুরাণী প্রমূখ।
এসময় বক্তব্যে রাখেন ,মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার রতœ কান্তি রোয়াজা, মানিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন তাজুল ইসলাম বাবুল, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, গচ্ছাবিল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও মানিকছড়ি উপজেলা মারমা উন্নয়ন সংসদ সভাপতি মংশৈপ্রু মারমা,মানিকছড়ি ইউপি সদস্যা ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডলি চৌধুরাণী।
প্রধান অতিথি ম্্রাগ্য মারমা বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের বেচে থাকার জন্য আর্থিক প্রয়োজন আছে। মানিকছড়ি উপজেলা প্রত্যন্ত দূর্গম পাহাড়ী গ্রামের অবহেলিত মারমা জাতিরদের সঞ্চয়ী মনোভাব সৃষ্টি করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমা করে সেই আর্থিক উন্নতির কাজ করেছে দি মারমা কো- অপা: ক্রেডিট ইউনিয়ন লি:। ব্যবস্থাপনা পরিচালনা কমিটি অত্যন্ত দক্ষতা কারনে অল্প সময়ে ক্রেডিট ইউনিয়ন মুলধন বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন বর্তমান সরকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কণ্যা শেখ হাসিনা সকল শিশুকে স্কুল মূখী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আধিবাসী শিশুদের নিজ মাতৃভাষা চালু করেছে। তাই মারমা জাতির উন্নতির করতে নিজ সন্তানদের স্কুলের পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
বিকেলে আলোচনা সভার শেষে নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালনা কমিটিদের নাম ঘোষণা করেন মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার আইউবুর রহমান এতে সভাপতি হলেন কংজাই মারমা, সহ-সভাপতি আচিং দেওয়ান, সাধারণ সম্পাদক উষাচিং চৌধুরী। পরে গচ্ছাবিল মারমা শিল্পির গোষ্ঠীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও লাকি কূপন ড্র অনুষ্ঠিত হয়।
Leave a Reply