শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান থেকে কেরানিহাট দুই লেনে সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ। বান্দরবান-কেরানিহাট সড়কটি জাতিয় মহাসড়ক । তিন পার্বত্য জেলায় এটিই একমাত্র জাতিয় মহাসড়ক। সড়কটি উন্নয়নের জন্য ১৯৬ কোটি টাকা বাজেট পাশ হয়েছে একনেকে।
সওজ সূত্রে, বান্দরবান থেকে কেরানিহাট সড়কটি ১৯৬ কোটি বাজেট পাশ করা হয়েছে একনেকে। বান্দরবান পর্যটন নগরী হিসেবে পরিচিতি হওয়ায় সড়কের উন্নয়নের প্রয়োজনীয়তা বেড়েছে। প্রতি বছর লাখো পর্যটক বান্দরবানে বেড়াতে আসে, সেই সাথে সমান তালে যানবাহনের সংখ্যা ও বেড়ে যায়। বান্দরবান থেকে কেরানিহাট সড়কটি বর্তমানে প্রস্থ আছে ৫.৫ মিটার (১৮ ফুট) এটিকে ৭.৩ মিটার প্রস্থ (২৪ফুট) বাড়ানো হবে। এটিকে সামনে রেখে দুই লাইনে সড়ক উন্নয়ন প্রকল্প হাটে নিয়েছে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ। সড়ক উন্নয়নের জন্য বান্দরবান থেকে কেরানিহাট পর্যন্ট ২৭ টি ব্রীজ রয়েছে, এর মধ্যে ২১ টি ব্রীজ ভেঙ্গে নতুন করা হবে। সড়কের দুই ধারে ২৭০টি বিদ্যুৎতের খাম্বা রয়েছে। সেগুলো সরানোর জন্য পিডিবিকে প্রস্তাব পাঠানো হয়েছে।
বান্দরবান সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সজীব আহাম্মেদ বলেন, আমরা এই বর্ষা মৌসুমের পর পরেই সড়ক উন্নয়নের কাজ শুরু করবো। সারা দেশের প্রথম শ্রেণী গ্রেডের লাইন্সেশ যাদের আছে তাদেরকে টেন্ডারের আহবান জানানো হবে। টেন্ডারের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বান্দরবানে লাল ব্রীজ ভাঙ্গা হবেনা, তবে ব্রীজের উপরে নতুন ভাবে আরেকটি ব্রীজ নির্মাণ করা হবে। দুই লাইনে সড়ক হলে দেশী,বিদেশী পর্যটক এবং এই এলাকার লোকেদের যান চলাচলের সুবিধা বাড়বে।
Leave a Reply