শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপি সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১১আগষ্ট) সকাল ১০টায় বান্দরবানের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীদের আয়োজনে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গণি, প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ হাকিম চৌধুরী, প্রেস ক্লাবের সদস্য মিনারুল হক সহ আরো অনেকে।
এ সময় মানববন্ধনে বান্দরবানের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপি সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করার জোর দাবী জানান।
Leave a Reply