বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকালে বান্দরবান অরুণ সারকি টাউন হলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহ জেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ, প্রত্যেক উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন ।
অনষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ সেবাই যুদ্ধ নয় ভালবাসা দিয়ে গড়বো আমাদের সম্প্রীতীর বান্দরবান ,যেখানে থাকবে কোন জাতি বর্ণ ভেদাবেদ । সকলে মিলে এক সাথে বান্দরবানকে আধুনিকায়ন করতে কাজ করে যাবে বাংলাদেশ ছাএলীগ। প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আমরা বান্দরবানবাসী তার একটি অংশ হিসাবে থাকবে এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করতে সম্প্রীতির মেল বন্ধনে একত্রিত হয়ে কাজ করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাব ।
এ সময় তিনি আরো বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।
Leave a Reply