সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী কার্যলয় উদ্বোধন করা হয়েছে বাইশারীতে। ১১ডিসেম্বর জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন অফিস উদ্বোধন, দোয়া, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল ও সভা করা হয়।
অফিস উদ্বোধন শেষে এক সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি নির্বাচন কমিশনারের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান। এসময় তিনি আরো বলেন- ভোটের মাধ্যমে দেশের গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার রক্ষা করা হবে। তিনি সকল শ্রেণি পেশার মানুষকে জাতীয়তাবাদী দল ও জাতীয় ঐক্যফ্রন্টের পতাকাতলে এসে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে বিএনপি নেতৃবৃন্দ নুরুল উলুম হেফজখানা সংলগ্ন হযরত মাওলানা শাহ নুরুদ্দিন (রহ:) এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র নেতা মুজিবুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানী, সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন চেয়ারম্যান, মহিলাদল নেত্রী হামিদা চৌধুরী, জেলা শ্রমিক দল নেতা কামাল উদ্দিন, বাইশারী ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুল হক মনু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন বাহাদুর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার, যুগ্ম সম্পাদক মনজুর আলম, ইউনিয়ন যুবদল আহ্বায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক মো: ইউনুছ, শ্রমিক দল সভাপতি সব্বির আহমদ, ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, ছাত্রদল সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ, যুবনেতা জাফর আলম প্রমুখ।
Leave a Reply