সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
শীতের কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে হালকা উঁকি দিচ্ছে নতুন দিনের সূর্য। মিঠেকড়া নরম রোদে অল্প অল্প বৃষ্টিতে ভিজে যাচ্ছে চারদিক। আর এ বৃষ্টি গায়ে মেখে নতুন বইয়ের গন্ধে উচ্ছল-মতোয়ারা লাল-সবুজ নীল কাপড় পরা শিশু শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন ক্লাসের হাতছানির সঙ্গে হাতে নতুন বই পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে তারা। পাঠ্যবই বুকে চেপে, কাঁচা গন্ধ শুঁকে বিদ্যালয় আঙিনায় সহপাঠীদের সঙ্গে শিশুরা ভাগ করে নেয় নির্মল আনন্দ। তারই ধারাবাহিকতায় বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালন করেছে নারিচবুনিয়া দাখিল মাদ্রাসা।
১লা জানুয়ারী সকাল এগারোটায় বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া দাখিল মাদ্রাসার হলরুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা সুপার মাওলানা জহিরুল হক, সদস্য ফরিদ আহমেদ, মাদ্রাসা শিক্ষক মাওলানা মিজান, আমান উল্লাহ, উম্মে খানম, জুলেখা, মাসুকা প্রমূখ।
Leave a Reply