আবদুর রশিদঃনাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃআলম কোম্পানির সার্বিক সহযোগীতায় বাইশারী বাজার হইতে হরিণ খাইয়া পর্যন্ত ৯ কিঃ মিঃ প্রায় ছয়শতাধিক পরিবারের মঝে বিদ্যুৎতের আলো পৌছে দিল। স্বাধীনতার ৪৯ বছর পর।
সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় বাইশারী ইউনিয়নে নারিচবুনিয়ায় নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি । এতে উপস্থিত ছিলেন, ঈদগড় পল্লী বিদ্যু অফিস ইনচার্জ মোঃ আজিজুল হক আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জালাল আহম,ইউপি সদর্স্য আবদুর রহিম,মোঃ বেলাল উদ্দিন, হরিণ খাইয়া এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
এতে উপস্থিত থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে কথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেছিলেন, আজ সেই উন্নয়ন দৃশ্যমান। উন্নয়ন অগ্রগতির পথে যেন গুজব বাধা হয়ে দাড়াতে না পারে সেই বিষয়ে সকলে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, এদেশ এখন মধ্যম আয়ের দেশ, বিদ্যুত থেকে শুরু করে খাদ্য, যোগাযোগ ব্যবস্থা, মহাকাশে স্যাটেলাইট, ইনটারনেট সহ সর্বক্ষেত্রে আজ উন্নয়নের ছোয়া লেগেছে।
এছাড়াও তিনি আওয়ামীলীগ সরকারকের অভাবনীয় উন্নয়নের কথা জনসাধারনের দোর-গোড়ায় পৌছে দেওয়ার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply