সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানরে নাইক্ষ্যংছড়ি উপজলোর বাইশারী ইউনিয়নের নারঝিবুনিয়া এবতদোয়ী মাদ্রাসা মাঠে ইদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের উদ্যোগে অসহায় ও দূঃস্থদের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়ছে। দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবাদানে র্কমসুচিতে শত শত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ ২ নভেম্বর সকাল দশটার সময় এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল সেন্টারের পরিচালক মোঃ দিদারুল ইসলাম, ইউপি সদস্য আবদুর রহিম, সাংবাদিক আবদুর রশদি, আওয়ামীলীগ নেতা শাব্বীর আহাং প্রমুখ।
জাহাংগীর আলম বাহাদুর সংক্ষিপ্ত বক্তব্যে বলনে, আত্বমানবতার সেবায় অসহায় ও দুস্থদরে মাঝে ইদগড় মেডিকেল সেন্টার এগিয়ে আসায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। আগামীতে ও তাদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
মেডিকেল সেন্টারেরপরিচালক মোঃ দিদারুল ইসলাম জানান আগামীতে ও তারা প্রত্যন্ত এলাকয় এই চিকিৎসা সেবাদান অব্যাহত রাখবেন।
উক্ত চকিৎসা কেন্দ্রে ডা: সিফাত শবনম মৌ এম.বি বি এস গাইনি ও মহলিা রোগ বশিষেজ্ঞ ও ডা: মো: নাজমুল হোসানাই এম.বি.বি.এস মডেসিনি ও শিশু রোগ বিশেষজ্ঞ গরিব অসহায় রোগিদের চিকিৎসা দেন। চিকিৎসা সেবা ক্যাম্পে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply