বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন
আব্দুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টার সময় উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বাইশারী ইউপি চেয়ারম্যান, মোঃ আলম, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, দৌছড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ, প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ,এমপি প্রতিনিধি খাইরুল বশর, বিজিবি, প্রতিনিধি, আনসার প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রমজান মাসকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। যেকোন বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
Leave a Reply