শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলুদ্যাশিয়া গ্রামের বদিউল আলম (৬০) এর মেয়ে সুমিনা আক্তার (১৯) কে জোর পূর্বক তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বদিউল আলম জানান,ঘটনাটি ঘটেছে শুক্রবার ১৫ই মার্চ রাত আনুমানিক ৯টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হাজীর পাড়া গ্রামের মোঃ ইদ্রিসের পুত্র শাহাব উদ্দীন (২৬) তার কয়েকজন সহযোগিদের নিয়ে সুমিনা আক্তারকে তার নিজ বাড়ি থেকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। সাথে সাথে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করলে, ইদ্রিসের পুত্র শাহাব উদ্দিনসহ অন্যান্য সহযোগিরা ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ (পুতন) বলেন, ঘটনা শুনার সাথে সাথে এলাকা গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে ইদ্রিসের বাড়িতে ছুটে যায় এবং মেয়েকে তার বাড়িতে দেখতে পায়। মেয়েকে চলে আসা কথা বললে, ইদ্রিস আমার সাথে অকথ্য ভাষা ব্যবহার করেন। তার ব্যবহারে মেয়ের শারিরীক ও মানসিন নির্যাতনের আশংখা করছি।
এই প্রতিবেদক ইদ্রিসের নিকট জানতে চাইলে তিনি জানান, আমার ছেলে বিয়ে করার জন্য বাড়িতে নিয়ে এসেছে ইসলামী নিয়ম মোতাবেক বিবাহের ব্যবস্থা করা হবে।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ একে.এম. মোঃ হাবিবুল ইসলামের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সত্য এবং অভিযোগ ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply