শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়িতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। বুধবার (১৭ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: কামাল উদ্দীনের নেতৃত্বে প্রশাসনের স্মৃতিসৌধে পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে উপজেলার মুক্ত মঞ্চে দিবসটি উপলক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ, পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি খাইরুল বাশার, উপজেলা মুক্তিযুদ্ধা কমেন্ডার মো. রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি থানা ওসি (তদন্ত) জায়েদ নুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল সত্তার সহ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ।
Leave a Reply