আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়িতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে টি,টি,সি,আই হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা সিভিল সার্জেন ডা, অংসুই প্রু মার্মা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য কেসা প্রু মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনর্চাজ (ওসি)মো,আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা, আবু জাফর মো, সেলিম, সদর ইউপি চেয়ারম্যান মো,নূরুল আবছার ইমন, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ভা: জাহাঙ্গীর আলম কাজল প্রমূখ।
সভায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,আবু জাফর মো, সেলিম উপজেলার ৫০ শয্যা হাসপাতালের মধ্যে ৫ বেডের আইসোলেশনকে আরো উন্নত করে ১৯ বেডের প্রস্তাবিত বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয় জনবল সঙ্কট সহ নানা সীমাবদ্ধতার বিষয়টি গুরুত্ব পায় এবং সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি। এছাড়া তত্ত্বাবধায়ক হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ডা,এ,জেট এম সেলিম।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতামূলক ভাবে উপজেলার স্বাস্থ্য বিভাগকে পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ সহ নানা দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন সিভিল সার্জেন ডা, অংসুই প্রু মার্মা ।
জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ জানান, করোনা মহামারি পরিস্থিতি দিন দিন বেড়েই চলেছে। সেই লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মূখে জেলা পরিষদের সৌজন্য একটি জীবানুনাশক স্প্রে র্টানেল স্থাপন করার উদ্যোগ নিয়েছেন বান্দরবান জেলা পরিষদ। এই উদ্যোগটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
Leave a Reply