শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
রিমন পালিত; ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগ্যা কাটা গ্রামের স্থানীয় নুরুল ইসলামের দোকানে একটি পুরাতন কেরাম খেলা বিক্রয়কে কেন্দ্র করে প্রতিপক্ষ মনছুর আলীর ছেলে খোরশেদ আলম দলের হামলায় গুরুতর আহত হয়েছে এক যুবক। আহত যুবক ইউনিয়নের থোয়াইংগ্যা কাটা গ্রামের বদিউল আলমের ছেলে সাজ্জাদ আলী( ১৮)। (৩০ মে) বুধবার আহত সাজ্জাদকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পিতা বদিউল আলম ও স্থানীয়রা জানান, সাজ্জাদকে ব্যাপক মারধর করার পর ধারালো দা’ দিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায়, তার পরিবার।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, সে এখনো শষ্কা মুক্ত নয়।
এই বিষয়ে পিতা বদিউল আলম স্থানীয় মেম্বার ও পুলিশ ফাঁড়ীতে মৌখিক অভিযোগ করেছেন বলে জানান। ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার ঘটনার সত্যতা স্বীকার করেন সাংবাদিকদের কাছে।
Leave a Reply