শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ
মানবিক সেবার অংশ হিসাবে বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ের হলুদ্যাশিয়া, দক্ষিণ বাইশারী, ধৈয়া বাপের মার্মা পাড়া, আলীমিয়া পাড়া এলাকায় করোনা ভাইরাস নামক মহামারি থেকে পরিত্রাণের জন্য বীর মুক্তিযোদ্ধাসহ অসহায় ও দুস্থ জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর আলীকদম জোন।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার সময় হলুদ্যাশিয়া, দক্ষিণ বাইশারী, ধৈয়া বাপের মার্মা পাড়া, আলীমিয়া পাড়া এলাকায় গরীব, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন আলীকদম জোনের ক্যাপ্টেন মোঃ মর্তুজার আলী নেতৃত্ব একদল সেনা সদস্যরা।
মুক্তিযোদ্ধা আলতাজ মিয়া ত্রাণ পেয়ে হাসিমুখে বলেন, স্বাধীনতার ৪৭ বছর পার হলেও সরকারী কোন সুযোগ সুবিধা পাইনি। অন্যজনের গরু লালন পালন করে সংসার চালিয়ে যাচ্ছি। এই সর্বপ্রথম সেনাবাহিনী হতে ত্রাণ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রাণ খুলে দোয়া করি যাহাতে তারা দেশ ও জাতির সেবা করে যেতে পারেন।
এসময় ক্যাপ্টেন মোঃ মর্তুজার আলী বলেন, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: সাঈফ শামীম, পিএসসির স্যারের দিক নির্দেশনায় করোনা ভাইরাস রোধকল্পে অঘোষিত লক ডাউনে থাকা অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী, মাস্ক, লিফটলেট বিতরণ করা হচ্ছে। তিনি সাংবাদিকদের জানান, আলীকদম জোনের আওতাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলায় যে কোনো দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকবে
Leave a Reply