আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন বর্তমান চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী ও ছাত্র লীগ নেতা নুরুল আবছারসহ ৩ জন।
সোমবার( ৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তাঁরা।
উপজেলা নির্বাচন অফিসার আবু ছালেহ জানান, সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিয়েছে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরীসহ মোট ৩জন ।
এসময় উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ, সহসভাপতি আবু তাহের কোম্পা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলয়ে মার্মা, জেলাপরিষদ সদস্য ক্যনুওয়ান চাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, ডা: সিরাজুল হকসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগের বিপুর সংখ্যক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
প্রসঙ্গত,নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম,সোনাইছড়িসহ ৩ ইউনিয়ন পরিষদের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ আক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে
Leave a Reply