শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটিতে দোলযাত্রা হোলি রঙের উৎসব পালিত বান্দরবানে উদযাপিত করল জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ বান্দরবান দলবনিয়া এলাকায় বন্যা দূর্গতদের মাঝে মোবাইল হেলথ ক্যাম্প ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে অবরোধ চলছে কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে – শাহ্ মোজাহিদ রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় প্রতিবেশ পুনরুদ্ধারে পিআইসি’র কমিউনিটি চার্টার বিষয়ক মতবিনিময় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারকে শক্তি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে শিশুসহ একই পরিবারের আহত ৪ বাান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে বিষয়ে ওরিয়েন্টেশন করল গ্রীনহিল দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নাইক্ষ্যংছড়িতে জনসচেতনতায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল!

নাইক্ষ্যংছড়িতে জনসচেতনতায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল!

আবদুর রশিদ , নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলাতে  টহল অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি ও সেনাবাহিনীর মেজর মোয়াজ্জেম এর নেতৃত্বে  সেনাবাহিনীর একটি দল টহলে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন  পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন ।
শনিবার  (৪ এপ্রিল) সকাল থেকে  নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নে আমতলী, চাকঢালা বাজার, চাকঢালা বিওপি, নাইক্ষ্যংছড়ি স্বাস্হ্য কমপ্লেক্স ও সোনাইছড়ি  ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দেন এবং সচেতনতা মূলক বক্তব্য রাখেন ইউএনও সাদিয়া আফরিন কচি ও মেজর মোয়াজ্জেম।
এসময় নাইক্ষ্যংছড়ি  উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ ও বাজারে লোক সমাগম কমে গেছে। দুপুরের দিকে সেনা সদস্যরা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন  মাঠে আসার পর পরই নাইক্ষ্যংছড়ি সদরের  প্রধান সড়ক একেবারে ফাঁকা হয়ে পড়ে।
ইউএনও সাদিয়া আফরিন কচি  ও মেজর মো: মোয়াজ্জেম হোসেন এই প্রতিবেদক  জানান, বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে হোম কোয়ারেন্টিইন নিশ্চিত করা এবং  সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী মুল লক্ষ্য।
এছাড়াও কর্মহীন ও শ্রমজীবী   মানুষকে উপজেলা প্রশাসানের উদ্যেগে ত্রাণ বিতরণ করা হয়েছে

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology