শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
আব্দুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালীর শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। র্যালীটি উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
১৩ই মার্চ বুধবার সকালে উপজেলা টিটিসি হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা, বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বাশার, আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাইচিং চাক, প্রধান শিক্ষিকা তসলিমা ছিদ্দীকী বুলি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন।
Leave a Reply