আবদুর রশিদ. নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে এন,জেড, একতা মহিলা সমিতির লামার বাস্তবায়নে স্কুল ফিডিং প্রোগ্রাম ও স্কুল মিল প্রোগ্রামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় এন,জেড একতা মহিলা সমিতির উপজেলা হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এন,জেড একতা মহিলা সমিতির সভানেত্রী খালেদা বেগম।
এদিকে দিনব্যাপী অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রি-রতন চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা ব্যবস্তাপক ওয়াশিল মুহাম্মদ রায়হান নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বশর,ব্যাক হেল্থ উপজেলা ম্যানেজার সুমন দাশ,বিশ্ব খাদ্য কর্মসূচি খাদ্য নিরাপত্তা পুষ্টিমান যোগদার করণ প্রকল্প পরিচালক পারভীন আকতার প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার ত্রি-রতন চাকমা বলেন , স্কুল ফিডিং কর্মসূচীর কারণে আজ দারিদ্র্যপীড়িত সব শিশুকেই নিয়মিত স্কুলে দেখা যায়। আগে অর্ধেকেরও বেশি শিশু স্কুলে ঠিকমতো আসত না, আবার এলেও দুপুরের পর থাকত না। স্কুল ফিডিং কার্যক্রম চালু হওয়ার পর শিশুরা ক্লাসে নিয়মিত হয়েছে। আমরা সন্তুষ্ট। একে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ও সরকারের যৌথভাবে পরিচালিত সবচেয়ে সফল কর্মসূচী বলে অবহিত করেন তিনি।
স্কুল ফিডিং প্রোগ্রাম ও স্কুল মিল প্রোগ্রামের ব্যবস্থাপক নুর মোহাম্মদ মন্ডল পাঁচটি বিষয় নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা পরিচালনা করেন। এন,জেড একতা মহিলা সমিতি প্রকল্প সমূহ :- জনগোষ্ঠী ক্ষমতায়ন প্রকল্প, শিক্ষা প্রকল্প, খাদ্য সহায়তা প্রকল্প, ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী, স্কুল ফিডিং ও স্কুল মিল কার্যক্রম। তিনি আরো বলেন বিশ্ব খাদ্য কর্মসূচী সহায়তা প্রদান করছে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি স্কুল দিবসে এক প্যাকেট করে উচ্চ পুষ্টিমানসমৃদ্ধ বিস্কুট সরবরাহ করা হচ্ছে।
Leave a Reply