আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে যায় দুই বছরের এক শিশু কন্যা। চিকিৎসক করোনা উপসর্গ দেখে নমুনা সংগ্রহ করে। সেই নমুনা টেস্টে পজেটিভ পাওয়া গেছে । সদর ইউনিয়নের মসজিদঘোনা এলাকার মামুন উর রশিদ এর দুই বছরের শিশু কন্যা আমেনা বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, বিষয়টি ৩ জুন বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা,আবু জাফর মো, ছলিম।
তিনি বলেন, গত ২৪ মে সদর ইউনিয়নের মসজিদঘোনা এলাকার আমেনা নামে দুই বছর বয়সী এক শিশু কন্য হাসপাতালের আউডোরে চিকিৎসা নিতে আসে। চিকিৎসক জ্বর কাশিসর্দি দেখে নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় । সেই নমুনা নয় দিনের মাথা রিপোর্ট আসে পজেটিভ । শিশু রোগীকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে, একদিকে রিপোর্টের কালক্ষেপন অন্যদিকে নমুনা সংগ্রহ ধীরগতি। স্বাস্থ্য বিভাগে মানসম্মত আইসোলেশনে কোন ব্যবস্থা নেই। পাচঁ বেডের নামে এক মাত্র আইসোলেশন। এলাকায় দিন দিন রোগী যেমন বাড়ছে তেমনি এলাকায় অচেনা মনুষের আনাগোনা বড়েছে প্রতিদিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, নমুনা পজেটিভ পাওয়া শিশু কন্যার বাড়ী লকডাউন করার ব্যবস্থার কার্যক্রম চলছে। তবে উর্ধতনের পরামর্শক্রমে শিশুকে হোম কোয়ারেন্টেইন অথবা হাসপাতালের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়ে পরে জানা যাবে। হোম কোয়ারেন্টেইনে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যবস্থ চলছে।
Leave a Reply