শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৪৩ অপরাহ্ন
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই নিয়ে ধুম্রজাল ও তোলপাড় তৈরী হয়েছে।
গত কাল সোমবার (২৭এপ্রিল) করোনা পজেটিভ হওয়া আলম আরা নামে নারী বলছেন, তিনি করোনা পরীক্ষা করেননি এবং নমুনাও কেউ সংগ্রহ করেননি। এই নিয়ে পুরো নাইক্ষ্যংছড়ি জুড়ে তোলপাড় তৈরী হয়েছে। আর এদিকে সেই রোগী শনাক্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্ধে পড়েছিল সংশ্লিষ্টরা।
নাইক্ষ্যংছড়িতে আরো একজন করোনা শনাক্ত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) আনোয়া হোসের আক্রান্ত ব্যক্তির বসতবাড়ি ও আশপাশের এলাকার অবস্থা জানতে চান। আর সেখানেই তৈরী হয় ধুম্রজাল।
আলম আরার বিষয়ে এলাকায় খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি সাম্প্রতিক সময়ে হাসপাতালে যাননি এবং কেউ তার নমুনাও সংগ্রহ করেননি। করোনা আক্রান্তের তালিকায় কিভাবে তার নাম এলো তিনি জানেনা।
ঘটনাস্থল থেকে নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি এই প্রতিবেদককে জানান- রবিবার হাসপাতালে জান্নাতুল হাবিবা নামে এক নারী চিকিৎসার জন্য গিয়েছিলেন। হাসপাতালে তিনি নিজের প্রকৃত নামের পরিবর্তে আলম আরা এবং মোবাইল নাম্বারটি তার নিজের স্বামীর লিপিবদ্ধ করেন বলে ধারনা করা হচ্ছে।
এই দ্বিতীয় রোগী নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়া বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান আবু জাফর মো: ছলিম জানান- করোনা আক্রান্ত হয়েছে ঠিক। তবে আক্রান্ত ব্যক্তি নিজের নাম গোপন করার কারনে এই সমস্যা তৈরী হয়েছে। এই বিষেয়ে হাসপাতল কর্তৃপক্ষের কোন ব্যর্থতা নেই।
Leave a Reply