আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন ও কমিনিটি পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৩১আগষ্ট সকালে নাইক্ষ্যংছড়ি থানা কমপাউন্ডে কমিনিটি পুলিশের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে ও কমিনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুল সক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, এছাড়াও জনপ্রতিনিধি সাংবাদিক শিক্ষক রাজনৈতিক ব্যাত্তি কমিনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্হিত ছিলেন।
সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। যেকোন ধরণের অভিযোগ থাকলে কোন দালাল ও প্রতারক চক্র ছাড়া অফিসার ইনচার্জকে অবহিত করার পরামর্শ ও দেন তিনি।
Leave a Reply