মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১২ অপরাহ্ন
আব্দুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজি খোলা এলাকার খুটাখালির ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দেওয়ায় পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের উপর হামলা করেছে বালি খেকোরা। তিনি নাইক্ষ্যংছড়ির কাগজি খোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দূর্গম কাগজিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে বাইশারী ও কাগজিখোলা ক্যাম্প থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক একে.এম হাবিবুল ইসলাম। তিনি জানান, দায়িত্ব পালনকালীন সময়ে দুস্কৃতিকারীরা পুলিশের উপর গাড়ি চাপায় দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় কাগজিখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুল ইসলামের কোমরে ও বাম পায়ে আঘাত পেয়ে আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইশারী সীমানা লাগোয়া খুটাখালী ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে গত ২৫ এপ্রিল নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। ওই অভিযানের সময় বালি খেকোরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, সম্প্রতি ইউএনও’র অভিযানের পর বালি খেকোরা পুনরায় বালি উত্তোলন ও পাচার করতে থাকলে স্থানীয় লোকজন কাগজিখোলা পুলিশ ফাড়িঁকে অবহিত করে। শনিবার বিকেলে কাগজিখোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বালি পাচারকারীদের একটি মিনি ট্রাক থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়ি চালক পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে পালিয়ে যায়।
এতে পরিদর্শক মনিরুল আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ডুলহাজারা মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এই বিষয়ে জানতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নিকট মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজিখোলা এলাকায় খুটাখালী ছড়া থেকে নির্বিচারে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের লাইল্যামার পাড়ার আজিজুল হক ও নাছির মেম্বার এর নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন দিয়ে পাহাড়ী ছড়া থেকে বালি উত্তোলন ও পাচার করে আসছে। শনিবার বালি উত্তোলনে বাঁধা দেওয়ায় এই ঘটনা ঘটে।
Leave a Reply