শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
অসহায় এতিম অনাথ শিশু শিক্ষার্থীদের শীতের কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন বিজিবি রামু সেক্টর সদর দপ্তর।
আজ মঙ্গলবার ১৫ই জানুয়ারী সকাল ১১টা সময় বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নুরুল উলুম হাফেজখানা, মধ্যম বাইশারী রহমানিয়া এতিমখানা ও ধাবন খালী মার্মা পাড়ার, ট্রাইবেল গার্লস অরফেন্স হোম এর অনাথ আশ্রমে অবস্থিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন বিজিবি রামু সেক্টর সদর দপ্তরের সদদ্যরা।
এছাড়া একই দিনে সকাল ৯টার সময় রামু উপজেলার ধলির ছড়া আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসা, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা, রামু জঙ্গলী পীরের মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্র্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবি, রামু সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার, মোঃ খোরশেদ আলম, বাইশারী ইউ.পি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাহাদুর, রহমানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মন্জুরুল ইসলাম, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রিদুয়ানুল হক, নুরুল উলুম হাফেজখানার শিক্ষক মোঃ হাফেজ আলম, অনাথ আশ্রমের সহকারি পরিচালক উম্যানু মার্মা, সহ বিজিবি সদস্যরা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিতিদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে নায়েব সুবেদার খোরশেদ আলম বলেন, সেক্টর কমান্ডার কর্নেল এস.এম.বায়েজিদ খাঁন, বিজিবিএম পি.এস.সি. র. নির্দেশ মোতাবেক বিভিন্ন এতিমখানায় অবস্থিত অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
Leave a Reply