শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ
সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ও ভিটামিন “এপ্লাস” ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ৯ ফেব্রুয়ারী সকাল ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের আমির হানজার পাড়া কমিউনিটি ক্লিনিকের নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,জেড সেলিম, উপজেলা হেলথ ইন্সেপেক্টার পলব বড়ুয়া, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ইউপি মেম্বার ও আওয়ামীলীগ নেতা মো, ফয়েজ উল্লাহ প্রমূখ।
এসময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.জেড, সেলিম বলেন, ৬ মাস থেকে ১বছর বয়সী মোট ১২৯৯ জন শিশু এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী মোট ৯৮৬৭ জন শিশুকে পুরা উপজেলায় ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, পুরো উপজেলায় ৫টি ইউনিয়নে ৯৭টি কেন্দ্রে ১১ হাজার ১শত ৬৭ জন শিশু আজ ভিটামিন এ ক্যাপসুল আওতায় আসবে এবং সুষ্ঠ ও সুন্দর ভাবে মাঠ কর্মীরা দায়িত্ব পালন করে যাবেন।
Leave a Reply