বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
আব্দুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ করা হয়েছে।
৩১ আগষ্ট শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি নানা প্রজাতির মাছের পোনা বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ ও উপজেলা পুকুরে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলে, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওযাই মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. ইমরান, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো. আব্দুল্লাহ, ইউপি সদস্য মো. আবু তাহের প্রমুখ।
মৎস্য অফিসের প্রতিনিধি মো. আব্দুল্লাহ জানান, ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর বা জলাশয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
Leave a Reply