রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দিন দুপুরে মোটরসাইকেল থামিয়ে রাবার বাগান ব্যবস্থাপককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এসময় এক শ্রমিককে তারা ব্যাপক মারধর করেছে।
বুধবার বেলা সাড়ে বারটায় বাইশারী বাজার থেকে ৪ কিলোমিটার উত্তরে বাইশারী-আলিক্ষ্যং সড়কের মাল্টা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তির নাম আরিফ উল্লাহ (৪৮)। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুঠীবিলা গ্রামের মৃত মাওলানা আক্তার আহমদ এর ছেলে। তিনি বাইশারী স্টার রাবার বাগানের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন।
প্রতক্ষ্যদর্শী শ্রমিক জসিম উদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় সকালে ব্যবস্থাপক আরিফ উল্লাহর সঙ্গে মোটরসাইকেলে বাগানে যাই। ফেরার পথে মাল্টা বাগান স্থানে মুখোশ পরিহিত অস্ত্রধারী সাতজন সন্ত্রাসী আমাদের মোটর সাইকেল থামিয়ে ব্যবস্থাপককে ধরে পূর্বদিকের গহীন জঙ্গলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাকে ব্যাপক মারধর করে।
বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ আবু মুসা বলেন,রাবার বাগানের ব্যবস্থাপক অপহরনের অভিযোগ এসেছে অপহৃতকে উদ্ধারে আমরা অভিযানে নেমেছি।
এদিকে দিন দুপুরে রাবার বাগান ব্যবস্থাপক অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বাইশারীর শতাধিক রাবার বাগানের অন্তত দুই হাজার শ্রমিক উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।
Leave a Reply