সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
আব্দুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ব্যাটালিয়ান (বিজিবি”র) উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারী সকাল ১১টার সময় নাইক্ষ্যংছড়িস্থ ১১বিজিবির মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মধ্যে দিয়ে অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান নিজেই উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত লোকজনের মাঝে ১১ব্যাটালিয়ান (বিজিবি”র) অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান বলেন, ১১বিজিবি সীমান্ত সু-রক্ষার পাশাপাশি আত্বমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দুস্থদের মাঝে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা, বন্যা দূর্গত মানুষের সেবা প্রদান, অসহায়দের মাঝে আর্থিক অনুদান, রাস্তা ঘাট নির্মাণ সহ নানা কাজে অংশ গ্রহণ করেছেন। সমাজকে দূর্নীতি মুক্ত করতে মাদক, চোরা চালান, অস্ত্র পাচার, এবং মানব পাচার রোধে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বিজিবির পক্ষ থেকে এই পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় আট শত অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ক্যাঃ, মশিউর রহমান লিমন, সহকারী পরিচালক জামাল হোসাইন, সুবেদার মেজর, মনছুর আহম্মেদ, জোন জেসিও, সামীউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
Leave a Reply