বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়িপ্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ী জনপদ ও রাবার শিল্পের জন্য বিখ্যাত বাইশারীতে মডেল নুরানী এবতেদায়ী মাদরাসার আত্বপ্রকাশ হয়েছে। এ নিয়ে গত শুক্রবার রাত ৮টায় মধ্যম বাইশারী পেঠান আলী পাড়াস্থ জামে মসজিদে কমিটি গঠন ও সার্বিক বিষয়ে একটি আলোচনা সভাও হয়। আলোচনায় সভাপতিত্ব করেন মাদরাসার নামে জমিদানকারী এলাকার মুরব্বী জালাল আহমদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম।
এসময় প্রধান অতিথি মাওলানা নুরুল হাকিম বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। যারা একটি দ্বীনি প্রতিষ্ঠান করতে উদ্যোগ নিয়েছে, তারা বেহেস্তের বাগান তৈরী করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জনসংখ্যা অনুপাতে এলাকার কচিকাঁচা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা লাভ করতে একটি মাদ্রাসা আবশ্যক ছিল এই জায়গায়। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে মধ্যম বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রশিদকে সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নুরুল আলমকে সেক্রেটারী এবং ফরিদুল আলমকে কোষাধক্ষ্য করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি এলাকাবাসীর সম্মতিতে অনুমোদন হয়। আলোচনা সভা শেষে মাদ্রাসার অগ্রগতি চেয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মাওলানা এরফান আজিজী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও শিক্ষাবিদ মোঃ ইলিয়াছ, ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ, শ্রমিকদল সভাপতি সব্বির আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মুফিজুর রহমান, স্থানীয় মুরব্বী পেঠান আলী প্রমুখ।
এছাড়া মাদ্রাসার উপদেষ্টা হিসেবে থাকতে সম্মতি প্রকাশ করেছেন এডেভোকেট আবু তালেব, এডভোকেট মোর্শেদুল ইসলাম রুবেল, সমাজ সেবক আবুল কালাম।
Leave a Reply