আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয় ।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এই কমিটি গঠন নিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, পরিষদ সদস্য, মহিলা সদস্যা, সচিব, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার, শিক্ষক, গন্যমান্য ব্যাক্তি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষনিক ইউনিয়ন পর্যায়ের কমিটি যোগাযোগ রেখে কাজ করবে । তাছাড়া সার্বক্ষণিক এই কমিটি বিদেশ ফেরত লোকদেরকে ১৪ দিন যেন নিজ ঘরে অবস্থান নিশ্চিন্ত করার পাশাপাশি স্থানীয় লোকজন যাতে জন সমাগম এড়িয়ে চলে সেদিকে খেয়াল রাখতে হবে। কাউকে আতংকিত না হওয়ার ও পরামর্শ দেন।
Leave a Reply