শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
আব্দুর রশিদ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার ১৮ই ফেব্রুয়ারী বিকাল ৩টা ৪৫মিনিট থেকে প্রার্থীরা নিজেই উপস্থিত থেকে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমাদান শুরু করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত অধ্যাপক শফিউল্লাহ, সতন্ত্র প্রার্থী, মোঃ আবু তাহের কোম্পানি, অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম, চোছুমং মারমা, ও মোঃ ইকবাল।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মংলা মারমা, জহির উদ্দিন, মাওলানা শাহজাহান কবির, ছৈয়দুল বশর, ও মোঃ ইমরান। নারী ভাইস চেয়ারম্যান পদে ওজিফা খাতুন রুবি, হামিদা চৌধুরী, শামীমা আক্তার, জোহুরা বেগম, সানজিদা আক্তার রুনা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর সর্বমোট ১৫ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টা পর্যন্ত এসব ফরম জমা হয়েছে। বাকী চেয়ারম্যান পদে ১ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন পত্র জমা হয়নি।
Leave a Reply