বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি দৌছড়িতে জীপ গাড়ি খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৮ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২০ জানুযারি বিকালে।
স্থানীয় ও প্রত্যক্ষ্যর্শীদের সূত্রে, নাইক্ষ্যংছড়ি দৌছড়ি ইউনিয়নের ধর্মেছড়া নামক স্থানে যাত্রীসহ মালবাহী জীপ ব্রেকফেল হয়ে খাদে পড়ে গেলে আবু জাফর(৫৫) নিহত হয়, সে পাইনছড়ি এলাকার আবদুল কাদের ছেলে। আহত ১৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন,পাইনছড়ি গ্রামের নুমা প্রূ(৬০),থোয়াইছিপ্রু (৭০) মন্জুর আলম (২০),ধুই মং চিং (২৫) থোয়াইচিং প্রু (২) ছালামত উল্লাহ(২৮),আবদুল মান্নান(২০)দেলওয়ার হোসেন (২১) মংথোয়ািচিং (৫০),মোহাম্মদ আমিন(১৮), রিয়াজুল আলম(৩২),বদি আলম (২১),প্রমূখ । এই রির্পোট লেখা পর্যন্ট বাকিদের পরিচয় পাওয়া জায়নি। খবর পেয়ে পাইনছড়ি বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যান।
জীপ চালক রবিউল ইসলাম আহত অবস্থায় জঙ্গলের দিকে পালিয়েছে।
এদিকে নাইক্ষ্যংছড়ির উপজেলাা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আহত ১৭ জনকে নিয়ে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ছুটে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
অপর দিকে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,নিহত ১ জনকে পুলিশ উদ্ধার করেছ। আহতদের মধ্যে ১৭ জনকে ককসবাজার হাসপাতালে অপর ১ জনকে নাইক্ষংছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply