রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি পাহাড়ে নতুন করে আর কোন সন্ত্রাসীকে মাথা উচু করে দাড়াতে দেয়া হবে না। পূনরায় কেউ অপহরন-ডাকাতি করার স্বপ্ন দেখলে আনাইয়্যা বাহিনীর মত পরিণতি বরণ করতে হবে। শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এসব কথা বলেন।
মত বিনিময় সভায় পুলিশ ও সাংবাদিক দের মধ্যে বন্ধ্ত্বুপূর্ণ সম্পর্ক স্থাপন করে মাদক মুক্ত নাইক্ষ্যংছড়ি গড়ার লক্ষে কাজ করার জন্য নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নাইক্ষ্যংছড়ি থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় ওসি (তদন্ত) জায়েদ নূর, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ শফি উল্লাহ, প্রধান উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক আবুল বাশার নয়ন, সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিড়া সম্পাদক আবদুর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, সদস্য এম আবু শাহমা, মো: ইউনুছসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply