বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটার:
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুরু হলো আষাঢ়ী পূর্ণিমা। আজ থেকে তিনমাসব্যাপী বর্ষাবাস পালন করবে প্রত্যেক বিহারে ভিক্ষুরা। চিত্তকে সংযম করার জন্য বিহারে,বিহারে ধ্যান চর্চা করবে ভিক্ষু ও সংঘরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়,সৎ পথে চলা, বুদ্বের জীবনানুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ব ধর্মালম্বী পরিবার।
আজ শুক্রবার আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে বৌদ্ব ধর্মালম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা। বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধবিহার, কালাঘাটা বৌদ্ববিহার , বালাঘাটা বৌদ্ববিহারসহ গ্রামে, গ্রামে বৌদ্ববিহারে (ক্যাংঙে) চলছে প্রার্থনা, গুরু ভক্তি, ছোওয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জ্বলনসহ নানান ধর্মীয় দানিয় সামগ্রী দান করে পালন করছে। সন্ধ্যায় বিহারে (ক্যাংঙে) প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা শেষ হবে।
Leave a Reply