শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:১১ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নিজ ঘরের ভিতরে আগুনে পুড়ে প্রাণ গেল রাশেদা বেগম নামের এক বিধবা নারী। ঘটনাটি ঘটেছে ১০ ফেব্রুয়ারী গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম বাইশারী গ্রামের নিজ বসত ঘরে। পুড়ে যাওয়া মহিলা রশিদা বেগম, (৫৫) স্বামী অছিয়র রহমান।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে তার নিকটতম আত্বীয় স্বজন সহ আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া রাশেদা বেগম দীর্ঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীনতায় রোগে ভোগছিলেন। তিনি সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাতে বাড়িতে এসে ঘরের ভিতরেই আগুন জ্বালিয়ে আগুন পোহাত এবং তার বসার স্থানের চর্তুপার্শ্বে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে ধ্যান করত ও সারা রাত বিভিন্ন ধরনের জিকির করে শব্দ করত। কেউ এসব কাজে নিষেধ করলে রাগান্বিত হয়ে যেত। তারা মনে করেন, নিজ ঘরে জ্বালানো আগরবাতি ও মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে তার দেহে কাপড়ে আগুন লেগে তিনি মারা যান। তিনি একাই ঐ ঘরে বসবাস করতেন।
তাছাড়া আগুনে তার ঘরের কাপড় চোপড় সহ বিভিন্ন মালামাল ও পুড়ে ছাই হয়ে যায়। তবে থাকার ঘরটি মাটির হওয়ায় ঘর অক্ষত অবস্থায় রয়েছে। পরে ঘটনাটি স্থানীয় ইউ.পি সদস্য মোঃ নুরুল আজিম, ও মহিলা সদস্য সাবেকুন্নাহারকে জানালে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সাথে সাথে পুলিশকে জানায়।
খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলাম, ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে মহিলাটির মৃত্যু হয়েছে। তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং পুড়ে যাওয়া লাশের সুরতহাল সম্পন্ন করেছেন। তবে আত্বীয় স্বজনের নিকট থেকে এখনো কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply