বুধবার, ২৫ মে ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন
জসাইউঃ
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারনা ততই জমজমাট হচ্ছে। “চলছে প্রচারনা চলবে, ৩০ তারিখ ভোটের দিন ভাগ্যের চাকা ঘুরবে” এমনতাই ছন্দের তালে নির্বাচনী প্রচারণা মুখর হচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন প্রার্থী জমজমাট ভোটের প্রচারনা চলছে টুঙ্গে। ছেয়ে গেছে প্রার্থীদের সাদাকালো পোস্টার শহরের অলি গলিতে। ঝটিকা মিছিল ও সুরের তালে তালে মাইকের আওয়াজে ভোটের প্রচারনায় যেন উৎসব মুখর হচ্ছে বান্দরবান শহর।
নেতা কর্মীরা দলে দলে নিজেদের প্রার্থীর মার্কা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরছে। ছোট ছোট দলে ভাগ করে অলি, গলি, পাড়ায়, মহল্লায় সভা করে জনগণের মন জয় করার চেষ্টা চালাচ্ছে। পিছিয়ে নেয় প্রথর্াীর পরিবারের সদস্যরাও। প্রচারনার মাঠে নামছে জোরে সোরে।
তবে আওয়ামীলীগের প্রচার প্রচারণা ও সমাবেশ অনান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছে। বিএনপি প্রচার ও গণসমাবেশ চলছে কর্মী সল্পতার মধ্যে দিয়ে। সতন্ত্র প্রার্থী হাত পাখা মার্কা প্রচারনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না।
উৎসব মুখর হলেও মানুষের মধ্যে তেমন অতি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না। বিগত বছরের তুলনায় এবার নির্বাচন বিষয় নিয়ে চায়ের দোকানে বা আদ্দায় আলোচনা বা সমালোচনা তেমন প্রখর হচ্ছে না। এখন সবাই অপেক্ষা করছে শেষ হাসি কে হাসবে।
Leave a Reply