রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে ২০০৮ সালে প্রতিষ্ঠিত ইউএনডিপি তারাছা প্রাথমিক বিদ্যালয় স্কুলে কর্মরত দুই শিক্ষককে বাদ দিয়ে বহিরাগত দুইজনকে জাতীয়করনের নামের তালিকায় নাম দেয়ার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে তারাছা পাড়া এলাকাবাসি ও স্কুল কমিটি।
আজ বুধবার ২৭ নভেম্বর দুপুর ১১ ঘটিকার সময় বান্দরবান শহর উজানী পাড়া ত্রিপুরা কল্যাণ সংসদ কক্ষে একটি প্রতিবাদ ও সংবাদ সন্মেলন আয়োজন করেছে তারাছা পাড়াবাসী ও স্কুল কমিটি। এসময় উপস্থিত ছিলেন- স্কুল কমিটির সভাপতি চন্দ্র মনি ত্রিপুরা, প্রধান উপদেষ্টা ও স্কুল জমিদাতা মনিলা কারবারী, আগষ্টিন ত্রিপুরা, অবিচন্দ্র ত্রিপুরা এবং পাড়াবাসীরা।
প্রতিবাদ ও সংবাদ সন্মেলনে বলেন, দূর্গম এলাকার তারাছা ইউনিয়নে ১০টি গ্রামের একটি মাত্র স্কুল তারাছা প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭০ জন। তারাছা পাড়া প্রাথমিক বিদ্যালয়টি ২০০৮ সালে ইউএনডিপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে স্কুলে কমিটি ও পাড়াবাসী নিয়োগকৃত শিক্ষক হিসেবে মথি ত্রিপুরা ও ডালিয় ত্রিপুরা দুইজন শিক্ষকতা করে আসছে। গত ২০১৫-২০১৭ সালে হালনাগাদ শিক্ষক তালিকা করার সময় পাড়াবাসীর নিয়োগকৃত দুই শিক্ষক মথি ত্রিপুরা ও ডালিয়া ত্রিপুরার নাম বাদ দেওয়া হয়েছে। স্কুল কমিটি ও পাড়াবাসি কখনো দেখেনি জেরিন সুলতানা ও নুমেপ্রু মারমা নামে এই দুইজনের নাম জাতীয়করনের তালিকাভুক্ত দেখানো হয়েছে। যা অপ্রসাঙ্গিক। শিক্ষক জিরিন সুলতানা ও নুমেপ্রু মারমা এই দুই শিক্ষক এখনো পর্যন্ত পাড়াবাসী দেখেনি। অদ্যবধি এখনো পর্যন্ত স্কুলে পাঠদান করতে দেখি নাই।
জেরিন সুলতানা ও নুমেপ্রু মারমার নাম বাদ দিয়ে প্রতিষ্ঠাতালগ্নের প্রতিষ্ঠাতা দুই শিক্ষক মথি ত্রিপুরা ও ডালিয়া ত্রিপুরার নাম অর্ন্তভুক্ত করার জন্য জেলা পরিষদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানান।
Leave a Reply