রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী মডেল নুরানী ইবেতদায়ী মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদের সচেতনতার লক্ষ্যে মা সমাবেশ ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি হিসেবে অন্তর্ভূক্ত হওয়ায় এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেলকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে বাইশারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেকুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক একেএম হাবিবুল ইসলাম এবং সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইলিয়াছ সওদাগর, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ ফারুক, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি শামশুল আলম, বিশাল এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন সহ শতাধিক অভিভাবিকা।
Leave a Reply