বুধবার, ২৯ Jun ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শিক্ষার্থী নুসরাত জাহানের হত্যাকারীদের ফাঁসির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় মানববন্ধনটি অনুষ্টিত হয়। সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, উন্নয়ন কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এসময় অধ্যাপক মধু মঙ্গল চাকমা, এডভোকেট রতন কুমার দে, রাজনীতিক সত্যজিৎ চৌধুরী, নারী নেত্রী নমিতা চাকমা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজনের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, সমাজকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা, সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ । বক্তারা বলেন, সরকারের কঠোর অবস্থান না থাকার কারণে দিনে দিনে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। নুসরাতের ঘটনা শুরু থেকে গুরুত্ব সহকারে দেখলে তাকে মরতে হতোনা বলেও বক্তারা মন্তব্য করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে নুসরাত হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন করতে সরকারের কঠোর অবস্থানের দাবী জানানো হয়।
Leave a Reply