রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ অপরাহ্ন
ইউরোপ ব্যুরো,
নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ উদযাপন ও পহেলা বৈশাখের অনুষ্ঠান। এ উপলক্ষে বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে আয়োজন করা হয় জমজমাট অনুষ্ঠান। শনিবার ছুটির দিন থাকায় বিপুলসংখ্যক প্রবাসীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ হাউজ প্রাঙ্গণ।
মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের মধ্যদিয়ে বৈশাখ উদযাপনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত শেক মহাম্মদ বেলাল। এরপর শোভাযাত্রাটি বাংলাদেশ হাউজের বাইরে গেলে স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও নেদারল্যান্ডসে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের সহধর্মিণীরা যোগ দেন।
আগত রাষ্ট্রদূতরা মঞ্চে এসে তাদের নিজের ভাষায় ও বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত শেক মহাম্মদ বেলালের সহধর্মিণী ডাক্তার দিলরুবা নাসরিনের গান দিয়ে শুরু হয় গানের অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ছাড়াও গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত হৈমন্তী ও সন্দিপন। শিশু শিল্পীদের নাচ গান পরিবেশনায় বাংলার ঐতিহ্যময় নববর্ষেও আবহ ছড়িয়ে পড়ে নেদারল্যান্ডস বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে।
Leave a Reply