বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
বান্দরবানে আলীকদম উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ‘‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ ২০১৯ এর এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রেফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিলনায়তনে এই সভা হয়।
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম। এসময় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগে মেডিকেল অফিসার ডাঃ বেলাল উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কামরুল হাসান, গ্রীন হিল সূর্যের হাসি ক্লিনিকে ম্যানেজার মংছিংপ্রু ও কারিতাস লিন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মো. এনামুল হক। এসময় পরিবার পরিকল্পনা বিভাগে অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন।
বক্তব্যের ডাঃ বেলাল উদ্দিন আহমেদ বলেন, তৈন এফডাব্লিউসি, উপজেলা পঃ পঃ কার্যাল ও বেসরকারী সংস্থা গ্রীন হিল সুর্যের হাসি ক্লিনিকে এলএআরসি-পিএম ক্যাম্প পরিচালনা করা হবে। এছাড়া, আইইউডি সহ মা ও শিশু স্বাস্থ্য সেবা, স্কুল স্বাস্থ্য শিক্ষা, কিশোরী মা সমাবেশ ও পাঁচটি স্যাটেলাইটে ক্লিনিকে ছয়দিন ব্যাপী এই সেবা প্রদান ও প্রচার করা হবে।
প্রধান অতিথি মো. আবুল কালাম বলেন, জন্মহার হ্রাস, মাতৃ স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি, গর্ভ- প্রসবকা ও
প্রসব পরবর্তী সময়ের মাতৃস্বাস্থ্য সেবা গ্রহনের হার বৃদ্ধি কাজে এই ধরণের পরিবার কল্যাণ সেবা ক্যাম্প উল্লেখযোগ্য। এসময় তিনি কিশোরীদের মাঝে ১৫০ স্যানিটারি ন্যাপকিন বিতরনের ঘোষনা দেন।
Leave a Reply