শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:০৮ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পানছড়ি ঐতিহ্যবাহী মুহামুনিতে বৌদ্ধ বিহারে বৌদ্ধ মেলা বন্ধ ছিল। পাঁচ যুগ পর আজ শনিবারে পানছড়ি ঐতিহ্যবাহী মুহামুনিতে বৌদ্ধ বিহারে বৌদ্ধ মেলা হয়েছে। বাংলাদের মারমা বুড্ডিষ্ট কল্যাণ পরিষদও সাসনা রক্ষিত ভিক্ষু সংঘ এবং হিতাকাঙ্খী ব্যক্তিবর্গ সহযোগীতা বৌদ্ধ মেলা উদযাপন করা হয়েছে। এবার থেকে প্রতিবছর চৈত্য সংক্রাতির অথাৎ মারমাদের সাংগ্রাই দিনে বৌদ্ধ মেলা চলবে কমিটি সদস্যরা।
এই বৌদ্ধ মেলা ধর্ম সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সংসদ খগেশ্বর ত্রিপুরা, পানছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত, মা ও শিশু কল্যান কেন্দ্র খাগড়াছড়ি পরিদর্শিকা শাহনাজ সুলতানা, মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, মুহামুনি বৌদ্ধ মেলা কমিটি আহ্বায়ক মংসাথোয়াই চৌধুরী প্রমূখ।
চৈত্রের একদিন আগে মারমাদের পাইংছোয়েতে বিশ্ব শান্তি কামনায় পানছড়ি ঐতিহ্যবাহী মহামুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় প্রার্থনা মঙ্গল সূত্রপাঠ শ্রবণ করেন বৌদ্ধ সম্প্রদায়ে জনগোষ্ঠীরা।সকালে ভিক্ষু সংঘদের আরুং ছোয়াং ( প্রাত:রাশ), ধর্মীয় পতাকায় উত্তোলন, বৌদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, পঞ্চশীল ও অষ্টশীল, ধর্ম দেশনা প্রবণ।
এদিকে মেলাতে হিল পাওয়ার স্পোটিং ক্লাব চৌধুরী পাড়া পানছড়ি উদ্যোগে বিনা মূল্যে রক্ত গ্রুপ নির্নয় এবং ফলজ ও পানীয় দান করেন। বিকেলে বুদ্ধের উদ্দেশ্য হাজার প্রদীপ প্রজ্জ্বলন দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
মুহামুনি বৌদ্ধ মেলা কমিটি আহ্বায়ক মংসাথোয়াই চৌধুরী বলেন, পাঁচ যুগ পরে মহামুনি বৌদ্ধ প্রাঙ্গনে মেলা হয়েছে। এতদিন বিভিন্ন সমস্যা কারনে মেলা বন্ধ ছিল। এবার প্রতিবছর চৈত্য সংক্রাতি অথাৎ মারমাদের সাংগ্রাইয়ে দিনে এই মেলা চলবে বলে জানান।
Leave a Reply