বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন হওয়ার পরও পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি অর্জনে শঙ্কা রয়ে গেছে। অধিপত্য বিস্তার কেন্দ্র করে খুন,চাঁদা বাজি ভূমি সমস্যা এখনো রয়েছে। পার্বত্য অঞ্চলে এসব সমস্যা সমাধান অতিজরুরী।
আজ ২১ জুন বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়াম হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং অর্থায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।
সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি যখন সম্পাদন করা হয়েছে,বাস্তবায়নও হবে। তবে সয়য়ের সাপেক্ষ্য ব্যাপার, যেকোন কাজ ধাপে ধাপে উন্নতি হয়। যেখানে সমস্যা রয়েছে সেখানে সমাধানও আছে। সকলের সম্মিলিত প্রয়াসের সমাধান সম্ভব।
পার্বত্য এলাকায় রাস্তা,ঘাট উন্নয়ন করলে হবে না। মানুষের কাছে টাকা থাকতে হবে, তাহলে হবে উন্নয়ন । এর জবাবে প্রতি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, টাকা না থাকলে খেতে খাওয়া মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে কেন ? কালর্ভাট,ক্যাং,ব্রীজ উন্নয়ন কর্মকান্ডে চাঁদা তুলে তাও আবার ১০ পার্সেন্ট হাড়ে। এটা কিসের রাজনীতি।
আওয়ামী লীগ সরকার যখন চুক্তি সম্পাদন করেছে, আওয়ামী লীগ সরকার চুক্তি বাস্তবায়ন করবে।
প্রধান অতিথি আরো বলেন, শান্তি সম্প্রীতি রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে তবেই পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ নুরুল আমিন,ভারপ্রাপ্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
সভাপতিত্ব করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং প্রবন্ধকার অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, হেডম্যান, রাজনীতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply