বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পাহাড়ের নারীরাও রুপ চর্চায় পিছিয়ে নেই। তিন পার্বত্য জেলায় প্রায় শতাধিক বিউটি পার্লার রয়েছে। এসব পার্লারে নিয়মিত রুপ চর্চার কাজে পাহাড়ের নারীরা ভিড় জমায়। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি এ পার্বত্য অঞ্চল। এখানে বিভিন্ন জাতির গোষ্ঠীর বসবাস। পাহাড়ী- বাঙ্গালী সকলেই সম্মিলিত বসবাস এখানে। চাকমা, মারমা, ত্রিপুরা, খেয়া, ম্রো, চাক, তংচঙ্গ্যা, খুমি, লুসাই, বম, পাংখোয়াসহ বিভিন্ন উপজাতিদের বসবাস রয়েছে পাহাড়ে। এসব জনগোষ্ঠীর নারীদের যেমন নিজস্ব পোষাক আশাক রয়েছে। তেমনি নিজেদের আরো আকর্ষণীয় করে তুলতে নিজেরা এখন বিউটি পার্লার সৃষ্টি করে, নতুন আঙ্গিকে আধুনিকতার ছোঁয়ায় রুপ চর্চায় মেতে উঠেছে। এখানকার বিউটি পার্লরে নাম গুলো ভিন্ন রকমে নিজস্ব ভাষায় রাখা হয়েছে। যেমন খাগড়াছড়ি সদরে পানখাইয়া সড়কে অনেক বিউটি পার্লার রয়েছে।
লা- লা (মারমা ভাষায়) অর্থ হচ্ছে সুন্দর। এই পার্লারে মালিক বিউটিশিয়ান হ্লামে রাখাইন এই প্রতিবেদকে জানান, তিনি দীর্ঘদিন যাবত পাহাড়ের নারীদের রুপ চর্চার সেবা দিয়ে আসছেন। তিনি জানান, সমতলের নারীদের চেয়েও পাহাড়ের নারীরা নিজেদের রুপ চর্চার প্রতি অনেক বেশী সচেতন। তার পার্লারে বিঝু, বৈসু, সাংগ্রাইং উৎসবে যেমন সাজতে পার্লারে আসে। তেমনি পাহাড়ের বসবাসরত বাঙ্গালী নারীরাও ঈদসহ নানা উৎসবে রুপ চর্চায় পার্লারে ভিড় জমায়। এছাড়াও নিয়মিত নারীরা চুল বিনি পাম, চুল সিল্কি পাম, কারলি, হাইলেস, চুলের ট্রিটমেন্ট, নাক- কান পোঁড়া, মেহেদী আল্পনা, ব্রাণ ট্রিটমেন্ট, নখে ফুল আঁকানো, বৌ সাজ, ওয়াটারপ্রু সাজ, ওয়াটার সাইনি মেকাপ, গোন্ডেন সাজ, হোয়াইড সাজ, মিডিয়াম সাজ, পার্টি ও এ্যানগেজমেন্ট সাজ, চুল কাটা চুলে স্পাসহ নানা সাজে সাজতে বিউটি পার্লারে ভিড় জমায়। পাহাড়ে নারীরা নিজেরা এখন বিউটি পার্লারের দোকান দিয়ে, তাতে রুপ চর্চার নানা সেবা দিয়ে যাচ্ছে।
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার এলাকায় রয়েছে বেশ কয়েকটি বিউটি পার্লার নিউলুক বিউটি পার্লারে মালিক বিউটিসিয়ান আনুচিং মারমা জানান, তিনি দীর্ঘ দশ বছর ধরে কাজ করে চলেছে রুপ চর্চায়। পাশাপাশি পাহাড়ের নারীদের প্রশিক্ষণের মাধমে বিউটিসিয়ানও তৈরী করছে তিনি। এখানে বৌ সাজ, দুই থেকে তিন হাজার টাকা নেন বলে তিনি জানান।
পাহাড়ের বিউটিসিয়ান হিসেবে পার্লার দিয়ে নারীরা অর্থনৈতিক ভাবে যেমন স্বাবলম্বী হচ্ছে। তেমনি এখানকার আধুনিকতার রুপ চর্চায় দিকে ঝোঁকে পড়েছে অনেক পাহাড়ি নারী।
Leave a Reply